১৯৯১ সনের ১লা জুলাই হতে বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয়। মূল্য সংযোজন কর বর্তমানে সরকারি রাজস্বের একক বৃহৎ উৎস। দেশের অভ্যন্তরীণ রাজস্বের অধিকাংশই আসে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাভুক্ত কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট হতে। সুবৃহৎ রাজস্ব লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। রাজস্ব প্রশাসন আধুনিকায়ন, অটোমেশনের মাধ্যমে করদাতার দোয়ারে সেবা পৌঁছানোসহ ব্যাপক জনসচেতনার উদ্যোগ গ্রহণ করেছে।
কোন ব্যবসা শুরুর পূর্বে মূসক(ভ্যাট) সংক্রান্ত কি কি আনুষ্ঠানিকতা প্রয়োজন সে সম্পর্কে পরামর্শ প্রদান । কিভাবে সঠিক পরিমান কর পরিশোধ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ । রাজস্ব পরিশোধে সংশ্লিষ্ট ব্যক্তিকে দাপ্তরিক সহযোগীতা প্রদান ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS